ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন বিএনপি করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
বুধবার (১৮ জুন) দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল হক বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন, তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে—আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে। পতিত আওয়ামী লীগ থেকে আসা কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে দলে অনুপ্রবেশ করতে না পারে।
তিনি আরও বলেন, দলে এখন এমন অনেকেই ঢুকতে চাইছে, যারা অতীতে দলের পাশে ছিল না। গত ৫ আগস্টের পর থেকে অনেকেই নিজেকে বড় বিএনপি বলে প্রমাণ করতে চাইছেন। কিন্তু আমরা জানি, গত ১৭ বছরে কারা রাস্তায় ছিল, কারা মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকেই আমরা মূল্যায়ন করব।
বিএনপি অন্যায় করে না, অন্যায়কারীকে প্রশ্রয়ও দেয় না উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের কোনো জায়গা নেই। বিএনপি অন্যায় ও অত্যাচার করে না। কোথাও বিএনপির বদনাম হয়, এমন কাজ করা যাবে না। বিএনপি ভালো মানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।
তিনি বলেন, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে দলের আদর্শ ও ত্যাগের মূল্যবোধকে ধারণ করতে হবে। রাজনীতিতে স্থায়ী হতে হলে পরীক্ষিত হতে হবে। বিএনপি একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের মানুষকে যেভাবে জুলুম-নির্যাতন করেছে, বিএনপি ঠিক তার উল্টো পথে চলবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
আরটিভি/এফএ -টি