ইনকাম ট্যাক্সে বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা দলের কেউ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর নয়াপল্টনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নিজেদের ফায়দা আদায়ের জন্য ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে।
বিএনপি এসব আন্দোলন সমর্থন করে না জানিয়ে তিনি বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি দপ্তরে কেউ আন্দোলন করলে এর দায় বিএনপির না।
বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
রুহুল কবির রিজভী বলেন, সাবেক সিইসির হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল।
এ সময় সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।
আরটিভি/আরএ/এআর