ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

বিএনপি নিজেরাই খালেদা জিয়াকে মাইনাস করতে মাঠে নেমেছে: নাসিম

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ , ০৩:০৮ পিএম


loading/img

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে শামিল হয়ে বিএনপি নিজেরাই এখন তাদের নেত্রী খালেদা জিয়াকে মাইনাস করার জন্য মাঠে নেমেছে। জনবিচ্ছিন্ন নেতাকে ভাড়া করা বিএনপির জন্য দুর্ভাগ্যজনক।

বিজ্ঞাপন

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন-  যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার জোট হলো কাগুজে বাঘ। তাদের কোনও ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন- বিএনপিকে এখন অন্য নেতৃত্ব ভাড়া করতে হচ্ছে। অন্য এক নেতাকে এনে তারাই তাদের দুই নেতাকে মাইনাস করার জন্য নিজেরাই মাঠে নেমেছে।

এসময় আগামী ২৯ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের পক্ষে এক সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করেছেন ক্ষমতাসীন জোটের মুখপাত্র নাসিম।

আরও পড়ুন :  

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |