ঢাকাWednesday, 23 July 2025, 8 Shrabon 1432

৩ নভেম্বরের পর নিজের অবস্থান পরিষ্কার করবেন কাদের সিদ্দিকী

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ , ০৬:২২ পিএম


loading/img

আগামী ৩ নভেম্বরের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানালেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বিজ্ঞাপন

আজ বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, জেল হত্যা দিবস উপলক্ষে আগামী ৩ নভেম্বর আলোচনা সভার আয়োজন করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সভায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হবে। এই সভা থেকেই তার রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বঙ্গবীর বলেন, সরকার সংলাপের আহ্বান জানালে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। বর্তমান এই সংলাপের উদ্যোগ ঐতিহাসিক সাফল্য। সংলাপের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেই নিতে পেরেছেন।

তিনি আরও বলেন, রাজনীতি করতে হলে চাড়াল-মুচি তাদের সাথেও আলোচনায় বসতে হয়। যাদের কাছ থেকে আজকে পোড়াগন্ধ আসছে তার সাথেও আলোচনা করতে হয় এবং শেখ হাসিনা সেই কাজটিই করছেন।

বঙ্গবীর বলেন, দেশে একটি সম্মানজনক রাজনৈতিক সমাজ চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আজকে শ্রমিকের মুখে কালি মাখা হলো। এই কালি শ্রমিকের মুখে মাখেনি এটা আসলে দেশ ও জাতির মুখে মেখেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতি মুহুর্তে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। সংলাপ ডাকার আগে দেশে অস্থিরতা ছিল। এখন তা অনেকটাই কেটে গেছে। এই উদ্যোগ এবং পদক্ষেপ মাইলফলক হিসেবে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সংলাপের জন্য ফুটপাতে ৬৪ দিন কাটাতে হয়েছে। ৩০৮ দিন আমাকে ঘরের বাইরে থাকতে হয়েছে।

আরও পড়ুন :

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |