• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কুড়িগ্রামে দুই কেন্দ্রে ব্যালট ছিনতাই, ৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ১০ মার্চ ২০১৯, ১৩:৩১

কুড়িগ্রামে ৯টি উপজেলার ৮টিতে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনায় পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পৃথক দুটি অংশের রিটার্নিং অফিসাররা।

এসব কেন্দ্রগুলো হচ্ছে, উলিপুর উপজেলায় হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা, সদরের শিবরাম প্রাথমিক বিদ্যালয়, নাগেশ্বরীর কুটি নাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা এবং রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

উলিপুরের হোকোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবু বকর সিদ্দিক জানান, ৭ নম্বর বুথে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে একটি ব্যালট বাক্স, চেয়ারম্যানের ১টি এবং দুই ভাইস চেয়ারম্যানের ২টি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। ভোটগ্রহণের শুরুর টর সকাল ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সরজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোটারের উপস্থিতি খুবই কম। তাছাড়া অনেকে কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্টও পাওয়া যায়নি। জেলার কয়েকটি উপজেলার সকাল ১০টা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

------------------------------------------
আরো পড়ুন: নাটোরে কেন্দ্র দখলের অভিযোগ, পাল্টাপাল্টি ধাওয়া
------------------------------------------

অপরদিকে মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান জানান, সকাল ১০টা ৫ মিনিটের দিকে এই কেন্দ্রে দুষ্কৃতকারী হামলা চালিয়ে বেশ কিছু ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। পরে কিছু উদ্ধার করা সম্ভব হলেও ২শ বই উদ্ধার করা সম্ভব হয় নাই।

এদিকে, সদর উপজেলার শিবরাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সকাল ১১টার দিকে একদল দুস্কৃতকারী ৭ নম্বর বুথে ঢুকে সকল ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকাতে যান। এরপর আমাকে চাপ সৃষ্টি করেন আরও ব্যালট পেপার দেয়ার জন্য ফলে বাধ্য হয়ে এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এছাড়া রৌমারীর যাদুরচর ইউনিয়নের ধনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুষ্কৃতকারীরা ৫শ’ ব্যালট পেপার ছিনতাই করে জোর করে বাক্সে ঢোকানোর চেষ্টা করলে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

সদর উপজেলার কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে ভোটার শূন্য অবস্থা দেখা যায়। এখানকার প্রিজাইডিং অফিসার আবু নছর বকসী জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৬০টি। বুথ ৭টি। তবে ভোটার নেই।

অন্যদিকে, সকাল ৯টা ৪০ থেকে ৯টা ৫১ মিনিট পর্যন্ত ৮ নম্বর পশ্চিম কবিরাজপাড়া নুরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে দেখা যায়, এই কেন্দ্রের ৮ নম্বর বুথে মাত্র ১টি ভোট পরেছে। ১ নম্বর বুথে পরেছে সর্বোচ্চ ৩৫ ভোট। এখানকার প্রিজাইডিং অফিসার আব্দুল হাই জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪১৭জন। বুথ ১২টি।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান। তিনি আরটিভি অনলাইনকে বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সকল প্রার্থীর সমান সুযোগ করার পরও ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক নয়। তিনি আরও বলেন, আমরা সাধ্যমত সুষ্ঠু ভোটগ্রহণে চেষ্টা চালাচ্ছি তবে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখলেই ভোটগ্রহণ স্থগিত করা হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে ২৪ জানুয়ারি জামায়াতের কর্মী সম্মেলন
কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম
ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার
ঘন কুয়াশায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১