আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিতে তাবিথ আউয়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ , ০১:২৮ পিএম


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনও তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। তিনি পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিও জানান। 

বিজ্ঞাপন

আজ শনিবার বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

ভোররাত পৌনে চারটার দিকে আগুন লাগে। সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা এগারোটার দিকে বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান সদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। 

বিজ্ঞাপন

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকসহ বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission