• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

অনুমতি মেলেনি সমাবেশের, রোববার মহানগরে বিএনপির বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০
অনুমতি মেলেনি সমাবেশের, রোববার মহানগরে বিএনপির বিক্ষোভ
ফাইল ছবি

পূর্বঘোষিত নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশ অনুমতি না পাওয়ায় বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে রোববার (১ মার্চ) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে দুপুর ২টায় কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। সেটা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে।

তিনি বলেন, নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। তারা তীব্র বাধার সৃষ্টি করছে। এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা শহরে সোমবার (২ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন রিজভী।

রিজভী বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি  
নাটোরে বিএনপি নেতাকে অব্যাহতি
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
ঝুট ব্যবসার দখল নিয়ে গজারিয়ায় বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ