• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মাত্র ৪.৯৭ শতাংশ ভোটে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন আ. লীগের মহিউদ্দিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০২০, ০৮:৪৮
আওয়ামী লীগ,
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। ভোটের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি। শনিবার (২১ মার্চ) রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।

ঢাকা-১০ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এর মধ্যে শফিউল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৯৫৫। ৪ দশমিক ৯৭ শতাংশ ভোট নিয়ে জয়ী হলেন মহিউদ্দিন। তবে এত অল্প ভোট পেয়ে এর আগে কেউ সংসদ সদস্য নির্বাচিত হননি বলে- নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

তবে শফিউল ইসলামের চেয়েও একজন কম ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সংসদীয় নির্বাচনের ইতিহাসে। তবে সে সময় ভোট পড়ার হার ছিল ৪০ শতাংশ।

জানা গেছে, ১৯৯১ সালের সংসদ নির্বাচনে ২৭১ নোয়াখালী-৩ আসনের নির্বাচনে ১১ হাজার ৩৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন কামরান চৌধুরী। ওই আসনে সে সময় ভোটার ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৭৮জন। ভোট দিয়েছিলেন ৫১ হাজার ৮৩৮জন। ভোট পড়ার হার ছিল ৪০ শতাংশ।

এ দিক থেকে সবচেয়ে কম ভোট পেয়ে সংসদ সদস্য হওয়ার রেকর্ড সালাউদ্দিন কামরান গড়লেও কম ভোট পড়া নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস হয়ে থাকলেন শফিউল ইসলাম মহিউদ্দীন।

'৯১ সালের ওই নির্বাচনে সালাউদ্দীন কামরানের নিকটতম প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নুরুল ইসলাম পেয়েছিলেন ১০ হাজার ৮২ ভোট। আর সে সময়কার বাসদ নেতা আফম মাহবুবুল হক পেয়েছিলেন ৮ হাজার ৯৪৮ ভোট।

ঘোষিত ফল অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ রবিউল আলম রবি ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট। জাতীয় পার্টির হাজি মো. শাহ্জাহান (লাঙ্গল) পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া কাজী মুহাম্মদ আবদুর রহিম (বাঘ) পেয়েছেন ৬৩ ভোট, নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) পেয়েছেন ১৫ ভোট এবং মো. মিজানুর রহমান (ডাব) পেয়েছেন ১৮ ভোট।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ হয়।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আ.লীগ লুটপাট করে দেশের সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে’
বিশ্ব শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে: প্রেস সচিব
বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না জনগণ: আখতার
রাজনীতিতে নতুন মেরুকরণ, শঙ্কা ও সংকটে আওয়ামী লীগ