চার্টার্ড ফ্লাইটে লন্ডনে পাড়ি দিলেন মোরশেদ খান
পুরো একটি চার্টার্ড বিমান ভাড়া করে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী। করোনা ভাইরাসের চলমান ছুটির মধ্যেই চলে গেলেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) একটি বিশেষ ফ্লাইটে তারা লন্ডনে গেছেন বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোঃ মফিদুর রহমান নিশ্চিত করেন।
মোরশেদ খানের একজন সহকারী বলেন, স্যার বৃহস্পতিবার চার্টার্ড বিমানে চেকআপ করাতে লন্ডনে গিয়েছেন। উনি গুরুতর অসুস্থ। স্যারের সাথে ওনার স্ত্রী নাসরিন খানও আছেন।
মোরশেদ খানের কয়েকজন ঘনিষ্ঠজন জানান, মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ওই বিমানটি ভাড়া করা হয়েছে। তাতে যাত্রী ছিলেন শুধু দু’জন, মোরশেদ খান ও স্ত্রী নাসরিন খান।
এদিকে, মোরশেদ খানের আইনজীবী ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী জানান, মোরশেদ খান পারকিনসন, উচ্চমাত্রার ডায়বেটিস ও হৃদরোগে আক্রান্ত। একইসাথে তার স্ত্রীও বিভিন্ন হৃদরোগের জটিলতায় ভুগছেন। একারণে তাদেরকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে হয়েছে। কেননা বর্তমানে দেশে করোনাভাইরাসের কারণে হাসপাতালগুলোতে অধিক রোগীর চাপ রয়েছে। দুদক থেকে গণমাধ্যমে বলা হয়েছে তিনি আইন বহির্ভূতভাবে দেশ ছেড়েছে, যা একেবারেই সত্য নয়। কেননা, তাদের দেশত্যাগ ও প্রবেশে বাধা না দিতে আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোরশেদ খান। এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকার আমলেও মন্ত্রী পদমর্যাদায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন তিনি।
এসজে
মন্তব্য করুন