ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিএনপির পুনঃনির্বাচনের দাবি মামাবাড়ির আবদার : কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ , ০১:৪২ পিএম


loading/img
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ঢাকার দুই সিটি নির্বাচনে কোনও কারচুপি-জালিয়াতি হয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিএনপিও জানে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

বিজ্ঞাপন

ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের কোনও অভিযোগ নেই বলেও জানান তিনি।  

সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন কৃতিত্ব পাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |