দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দ্রুত সময়ের মধ্যে বই বিতরণের দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস যুব পার্টি।
বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সকালে মিরপুরে মাদক বিরোধী আলোচনা সভা ও শিশু কিশোরদের মাঝে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
এসময় ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন বলেন, বই ঠিকমতো না পাওয়ার কারণে শিক্ষার্থীরা ডিজিটাল আসক্তিতে জড়িয়ে পড়ছে। তাই যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের জন্য অন্তর্বর্তী সরকারের কাজে দাবি জানাই। পাশাপাশি তিনি মাদকের বিরুদ্ধে সরকারকে আরো সোচ্চার হওয়র আহবান জানান।
অনুষ্ঠানে ন্যাশনাল পিপলস যুব পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।