ঢাকাবুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রবাসীদের অভিযোগ শুনতে মালয়েশিয়া যাচ্ছেন ড. আসিফ নজরুল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০৭:৪২ পিএম


loading/img
আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীদের সমস্যা ও দুর্নীতির অভিযোগ সরেজমিনে শুনতে বাংলাদেশ সরকারের আইন ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল ১৩ মে মালয়েশিয়া সফরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটে মালয়েশিয়া সময় বিকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানর কথা রয়েছে। সেখানেই প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কিছু কর্মকর্তা তাকে স্বাগত জানাবেন।

পরদিন ১৪ মে তিনি কুয়ালালামপুরের জালান আমপাংয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত একটি গণশুনানিতে যোগ দিবেন। এই শুনানিতে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। গণশুনানিতে পাসপোর্ট আবেদন ও বিতরণে দুর্নীতি, বিদেশি আউটসোর্সিং কোম্পানি ‘ই-স্কেল’ বাতিল, সরকারি ব্যবস্থাপনায় পাসপোর্ট সেবা নিশ্চিত, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের বিষয় উঠে আসতে পারে।

বিজ্ঞাপন

এই ছাড়া ১৫ মে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সাথে বৈঠক করবেন ড. আসিফ নজরুল। এ বৈঠকে মূল আলোচনা হতে পারে বন্ধ থাকা সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা ও প্রবাসীদের কল্যাণে বাস্তবধর্মী পদক্ষেপ।

হাইকমিশনের কিছু সুবিধা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, হাইকমিশনার শামীম আহসান এবং ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীরসহ কিছু অসাধু কর্মকর্তা প্রবাসীদের জিম্মি করে দুর্নীতি করে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, চাকরির পরোয়া করি না, প্রবাসীদের আর্তনাদ আর সহ্য হয় না। এবার সময় এসেছে সত্য প্রকাশের।

বিজ্ঞাপন

অন্যদিকে ক্ষুব্ধ প্রবাসীরা জানান, আমরা আগামীকাল সকাল ১০টায় উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে দেখা করবো। যদি দেখা করতে না দেওয়া হয়, তাহলে শামীম আহসান ও খাস্তগীরকে ছাড়বে না বলে হুমকি দেন তারা।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |