২৬ জনের পরিবার থেকে যেভাবে সন্তানদের পড়ালেখা করিয়েছেন নাজমিন হক
বিজ্ঞান ও আইসিটিতে রাষ্ট্রীয় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রাপ্ত শিক্ষক আফরীনা হক। তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তার মা মিসেস নাজমিন হক পেয়েছেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’।
রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভির পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাজমিন হক বলেন, অনেক আনন্দ লাগছে। দোয়া রইলো আরটিভির জন্য। কোনোদিন ভাবতেও পারিনি মেয়ের জন্য আমাকে এখানে আসতে হবে।
মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে শিক্ষিকা আফরীনা হক বলেন, আমার মা ১৫ বছর বয়সে ঢাকা এসেছিলেন তার বোনের বাসায় বেড়াতে। সেখান থেকে পছন্দ হয়ে তার বিয়ে হয়। আমাদের পরিবারে তখন সদস্য সংখ্যা ছিল ২৬ জনের ওপরে। তো ওই রকম একটা জায়গা থেকে (গ্রাম থেকে) এসে এতো বড় পরিবারের দায়িত্ব নেওয়াটা সোজা কথা ছিল না।
তিনি আরও বলেন, আমাদের জন্য মা যে ত্যাগটা করেছেন তা বলে শেষ করা যাবে না। একটা পর্যায়ে আমাদের পড়ালেখা করতে অনেক সমস্যা হতো, যেহেতু এতগুলো মানুষ। তখন তিনি বাসার কাছেই আরেকটি বাসা ভাড়া নেন এবং আমাদের দুই ভাই-বোনের পড়ালেখার ব্যবস্থা করে দেন।
আফরীনা হক বলেন, আমি এই মঞ্চে মাকে ধন্যবাদ দিতে চাই এত কষ্ট সহ্য করে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য।
মন্তব্য করুন