ঢাকা

আরটিভিতে টকশো প্রচারের পর কমলো বিমানের টিকিট মূল্য

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৮:২২ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিমান বা উড়োজাহাজের টিকিটের ভাড়া নিয়ে আরটিভিতে টকশো প্রচারের পর সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট মূল্য ৭৫ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি বিমানের টিকিট নিয়ে ‘প্লেনের টিকেটে কারসাজি : প্রভাব ও করণীয় কী’ শিরোনামে আরটিভিতে টকশো প্রচার হয়।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ও বেলায়েত হোসেনের প্রযোজনায় টকশো’র আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক শাহীন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)-এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।

বিজ্ঞাপন

টকশোর শুরুতে সৈয়দ আশিক রহমান বলেন, ‘যে রেমিট্যান্স যোদ্ধাদের বিপুল ত্যাগ ও পরিশ্রমে ভর করে বাংলাদেশের অর্থনীতি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মন্দা পরিস্থিতি মোকাবিলা করেও শক্ত অব্স্থান ধরে রাখছে, তাদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে প্লেনের টিকিট। ঢাকা এবং প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে আকাশ পথে বিশ্বের বিভিন্ন গন্তব্যের দূরত্ব কাছাকাছি হলেও প্লেনের টিকিটের দামের পার্থক্য দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত।’

সিনিয়র সাংবাদিক শাহীন চৌধুরী বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একই সঙ্গে তিনি সকল সেক্টরকে ফ্যাসিজমের দুর্গে পরিণত করেছিলেন।’

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষকে জিম্মি করে যারা ব্যবসা করতে চায় তারা সব আমলেই সক্রিয় ছিলেন। বর্তমানে টিকিটের দামে ভয়াবহ যে পরিণতি দেখছি, এটি বরং জুলাই-আগস্টের পরে ডিসেম্বরে বা জানুয়ারি, ফেব্রুয়ারিতে এসে ভয়াবহ রকমের বাড়তি দেখেছি।’

বিজ্ঞাপন

বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইটগুলো যেটা করে, এ অবস্থায় তাদের আগে যদি সাতটি ফ্লাইট থাকে তবে তারা চারটিতে নিয়ে আসছে প্রেশার ক্রিয়েট করার জন্য।’

এদিকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, ১ লাখ ৯০ হাজারের টিকেট এখন পাবেন মাত্র ৪৮ হাজার টাকায়।

এর আগে, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) জানায়, সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজের টিকিট ভাড়া ৭৫ শতাংশ কমেছে। ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, মদিনা বা দাম্মামের যে রুটগুলোতে একমুখী ভাড়া লাখ টাকা ছাড়িয়েছিল তা এখন ৪৮ থেকে ৫০ হাজারেই পাওয়া যাচ্ছে।

বুধবার (১৯ মার্চ) আটাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে উড়োজাহাজের টিকিটে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল। গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে এখন ভাড়া ৫০ হাজার থেকে ৪৮ হাজার টাকায় নেমে এসেছে। এমনকি কিছু এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে ৩৫ হাজার টাকায় দিচ্ছে।

আরটিভি/এফএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |