ইমরান খানের যৌবনকাল নিয়ে চাঞ্চল্যকর কথা বললেন তসলিমা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ০৬:১৫ পিএম


ইমরান খানের যৌবনকাল নিয়ে চাঞ্চল্যকর কথা বললেন তসলিমা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ২০০৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হন। এরপর ভারতে আশ্রয় নেন। সেখানে থেকেও বিভিন্ন সময় নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এ লেখিকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করেছিলেন ইমরান খান। আর এই বিষয়টি নিয়েই তসলিমা এবার ইমরান খানকে সরাসরি আয়নার সামনে দাঁড় করালেন। টুইটারে ইমরানের যৌবনকালের একটি ‘শার্টলেস’ ছবি পোস্ট করেছেন। ইমরানের সুরে সুর মিলিয়ে তিনি বলেছেন, ছেলেরা দেহ প্রদর্শন করলেও মেয়েদেরও মন চঞ্চল হওয়া স্বাভাবিক।

আরও পড়ুন...১ কেজি আম পৌনে ৩ লাখ টাকা, গাছ পাহারায় সশস্ত্র রক্ষী!

ইমরান খান পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক থাকার সময় নারীদের মধ্যে অনেক জনপ্রিয় ছিলেন। তখনকার একটি ছবি মঙ্গলবার (২২ জুন) টুইটারে পোস্ট করেছেন তসলিমা। ছবিতে ইমরান খানের শরীরের ঊর্ধ্বভাগ দৃশ্যমান এবং তার শরীরে কোনো জামা নেই। আর এ নিয়ে তসলিমা লিখেছেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।’


এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission