ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নতুন রাজনৈতিক দল সমালোচনা সহ্য করতে পারে না: নাসির উদ্দিন

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৭:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল কোনোভাবেই তাদের সমালোচনা সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন নাসির বলেন, নতুন রাজনৈতিক দলের সমালোচনা করলে তারা পুরাতন রাজনৈতিক দলের ভুল ধরিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের সার্বিকভাবে মনে হয়েছে নতুন রাজনৈতিক দল কোনোভাবেই নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারেনি। বরং আদিম যুগের রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতেই নতুন রাজনৈতিক দল গঠন করেছে।

ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, একটি শ্রেণি বাংলাদেশের গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করার প্রবণতা তৈরি করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে ইতোমধ্যে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। কিন্তু নতুন রাজনৈতিক দলে আমরা নতুনত্ব কিছুই দেখিনি। বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে গ্রহণ করা পলিসি নতুন দল গ্রহণ করেছে। 

তিনি বলেন, নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোতেও আমরা নতুন কিছু পাইনি। তাদের নেতৃত্ব নির্বাচন গতানুগতিক ও সিলেক্টিভ। তাদের ফরেন পলিসিতেও আমরা নতুনত্ব কিছুই পাইনি।

বিজ্ঞাপন

নাসির উদ্দিন বলেন, নতুন দলের প্রধান নাহিদ গণমাধ্যমে বলেছেন বাংলাদেশের ধনী ব্যক্তিরাই তাদের অর্থায়ন করেছেন। বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তারা যারা গত ১৫ বছরে ফ্যাসিবাদ তৈরি করেছে। সুতরাং ফ্যাসিবাদের দোসররাই যে নতুন দলকে অর্থ সরবরাহ করেননি এটি নাহিদদের স্পষ্ট করা উচিত।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাৎ হোসেন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদি আমিন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |