• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

পরিণতি দেখে শিক্ষা নিতে বললেন শায়খ আহমাদুল্লাহ

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৩:১৩
ফাইল ছবি

ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি ও মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের এসব পরিণতি দেখে অন্যদের শিক্ষা নিতে বলেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমনটি বলেছেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘জীবদ্দশায় জুলুম ও সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল বহু মানুষের। মহান আল্লাহ যে এত তাড়াতাড়ি তা দেখাবেন, হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তার প্রতি ঈমান আনয়ন করি। এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। আমরা যেন শিক্ষা নিতে পারি।’

আর পোস্টের প্রথম কমেন্টেসে তিনি লিখেছেন, আল্লাহ বলেন- আর আমি তাদেরকে অবকাশ দেই। অবশ্যই আমার কৌশল অত্যন্ত কঠিন। ৬৮/৪৫

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের দুপক্ষের শোডাউনে আতঙ্কিত শিক্ষার্থীরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ 
ঝাঁকুনিতে ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’