• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

অভিনব কৌশলে স্ত্রীকে খুশি করলেন জাকারবার্গ

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৯
সংগৃহীত ছবি

হাজারো ব্যস্ততার মাঝেও স্ত্রী প্রিসিলা চ্যানকে খুশি করার চেষ্টা করেন ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর প্রায়ই তার সেসব কাণ্ড নেটিজেনদের আলোচনার কারণ হয়। এ ঘটনায় এবার অভিনব কৌশল ব্যবহার করে ফের আলোচনায় জাকারবার্গ।

বুধবার (১৩ নভেম্বর) স্ত্রী প্রিসিলার সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটি উদযাপন করতে একটি গান প্রকাশ করেছেন মেটার সিইও।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০০০ সালে প্রকাশিত লিল জন অ্যান্ড দ্য ইস্ট সাইড বয়েজের গান ‘গেট লো’-এর একটি নতুন সংস্করণ প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। গানটি নতুন করে লেখেন তিনি এবং তার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী টিপেইন। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামের এক পোস্ট করেন মার্ক জাকারবার্গ। তিনি নিজের ও প্রিসিলা চ্যানের তরুণ বয়সের ছবি জুড়ে দেন।

পোস্টটিতে জাকারবার্গ বলেন, যখন আমি প্রথম প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখেছিলাম, তখন ‘গেট লো’ গানটি বাজছিল। তাই প্রতি বছর ডেটিং অ্যানিভার্সারিতে আমরা এটা শুনি। এ বছর আমি টি-পেইনের এর সঙ্গে মিলে এই গানের আমাদের নিজস্ব সংস্করণ করলাম।

তিনি জানান, ট্র্যাকটি স্পটিফাইতে ‘জি-পেইন’ নামে পাওয়া যাবে। ‘২০০২ সালে লিল জন এবং ইস্ট সাইড বয়েজের ‘কিংস অফ ক্রাঙ্ক’ অ্যালবামে প্রকাশিত হয় গানটি।

এই পোস্টে মজা করেই মন্তব্য করেছেন প্রিসিলা চ্যান। তিনি বলেন, এখন সেই ২১ বছর আগের মত কিছু করতে পারি না। তবে এই গান কিন্তু আমাদের স্মৃতিতে আমাকে ফিরিয়ে নিয়ে গেল।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাটারিচালিত রিকশা চালকদের ৭ দিনের আল্টিমেটাম
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, এই দাবির সত্যতা নিয়ে যা জানা গেল
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে ৩০ দিনের আল্টিমেটাম