যে কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করলো মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৫৪ পিএম


যে কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করলো মেটা
ছবি: সংগৃহীত

ইজরায়েলি স্পাইওয়্যার ফার্ম প্যারাগন সলিউশনস হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টার্গেট করেছে। এর মধ্যে সাংবাদিক এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। এই হ্যাকিং আক্রমণ সফলভাবে প্রতিহত করা হয়েছে। এনিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে মেটা।

হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হ্যাকিং প্রচেষ্টা শনাক্ত করার পর মেটা প্যারাগনকে একটি যুদ্ধবিরতি পত্র জারি করেছে। প্রায় ৯০টি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে। তবে লক্ষ্যবস্তুর পরিচয় বা অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আক্রান্তদের মধ্যে সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তিরাও আছেন। তবে প্যারাগন কী ধরনের প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করেছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। 

তিনি আরও জানান, আইন প্রয়োগকারী সংস্থা এবং শিল্প অংশীদারদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

একটি অফিশিয়াল বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা হ্যাকিং আক্রমণ প্রতিহত করেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে কানাডিয়ান ইন্টারনেট ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাবের সঙ্গে কাজ করছে। আমরা ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের ব্যক্তিগতভাবে যোগাযোগ করার অধিকার রক্ষার জন্য আমরা কাজ চালিয়ে যাব।

সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট-রেলটন বলেছেন, এই ঘটনা মনে করিয়ে দেয় যে ভাড়াটে স্পাইওয়্যারের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা সমস্যাযুক্ত ব্যবহারের পরিচিত ধরণ দেখতে পাচ্ছি।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হ্যাকিং প্রচেষ্টা ভবিষ্যতে আরও বাড়তে পারে, তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সতর্ক থাকা প্রয়োজন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.