• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

স্ত্রীসহ মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ২২:৪৫
সংগৃহীত ছবি

‘স্ত্রীসহ আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির মক্কায় হজ করেছেন’ সম্প্রতি এই দাবিতে সামাজিকমাধ্যমে মেসির চারটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে দাবিটি মিথ্যা, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি।

রোববার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীসহ মেসির মক্কায় অবস্থানের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। ছবিগুলোর সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া লিওনেল মেসি কোনো দেশে ভ্রমণ করলে তা স্বাভাবিকভাবেই গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি মেসির সৌদি আরব বা মক্কায় যাওয়ার কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। এমনকি লিওনেল মেসির সোশ্যাল মিডিয়াতেও (ফেসবুক, ইনস্টাগ্রাম) এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভাইরাল ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ছবিগুলোতে মেসির মুখমণ্ডলের আকৃতি অস্বাভাবিক। এছাড়া গলায় একটি অস্বাভাবিক গর্তও লক্ষ্য করা যায়। এই ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়। এই অসঙ্গতি লক্ষ্য করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার বিশ্লেষণে দেখা যায় যে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশন বা কারসাজির উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ, ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি
ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি
সাইফ আলীকে ছুরিকাঘাত, গ্রেপ্তারকৃত শেহজাদের বাড়ি ঝালকাঠি!
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিমানবন্দরে বিশেষ নির্দেশনা