ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক ঠিক না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে: সাদিক

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৯:১০ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক ঠিক না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, শহীদের সাথিরা এখনও জীবিত আছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লিখেন তিনি।

ফেসবুক পোস্টে  সাদিক কায়েম লিখেন, আমাদের পশম ছুঁয়ে গেছে শাহাদাত। চোখের সামনে তাজা প্রাণগুলো খুঁজে পেয়েছে অন্তিম ঠিকানা! লক্ষ্য আমাদের একটাই ছিলো-মঞ্জিলের সওগাত। কাঁধে কাঁধ মিশে গিয়েছিল- সন্তানের সঙ্গে বাবার, ছাত্রের সঙ্গে শিক্ষক, শ্রমিকের সঙ্গে মালিকের! আমাদের আস্থা ছিল, প্রত্যাশা ছিল ছাত্রদের সামনে ঢাল হয়ে ইস্পাত দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে ছাত্রজনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সুসংহত করবে জুলাইয়ের বিপ্লব। জাতীয় স্বার্থে কাজ করবেন খোশমেজাজে- দায়িত্বশীলতার সঙ্গে।

বিজ্ঞাপন

কিন্তু সে আশায় গুড়ে বালি। আমরা চেয়েছিলাম সারহীন, ব্যর্থ সংবিধান ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু তা হলো না। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে, কিন্তু এক অদৃশ্য শক্তিবলে তা আর পারলাম না। আমরা চাইলাম বিপ্লবের ঘোষণাপত্র দিতে, তা-ও আটকে দেওয়া হলো।

সাদিক আরও লিখেন, কেন এই ব্যর্থতা? কে এর পেছনে কলকাঠি নাড়ছে? অথচ কথা ছিল বিপ্লবের গতিতে দেশ চলবে! কিন্তু তারা আমাদের প্রতিপক্ষ মনে করছে! আচ্ছা, আপনারা এ দেশের এত এত শহীদদের এতো দ্রুত ভুলে গেলেন? আপনাদের নিজেদের দলীয় শহীদদের আকাঙ্খাকেও জলাঞ্জলি দিলেন? রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক ঠিক না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। শহীদের সাথীরা এখনও জীবিত আছে। ইনকিলাব জিন্দাবাদ। 

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |