শেখ হাসিনার অডিও পিনাকীর হাতে, কী আছে তাতে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৭:২২ পিএম


শেখ হাসিনার অডিও পিনাকীর হাতে, কী আছে তাতে

অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলেন তার ফেসবুক আইডিতে। এবার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও (ফোনালাপ) হাতে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকী।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি বলেন, আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নেই।

এর আগে, পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ব্যারিস্টার আরমান র‍্যাব টিএফআই সেলের আয়নাঘরে বন্দি ছিল। সেই সেলটা আবিষ্কার করা হইছে। সেইখানে হাজারের উপরে বন্দি থাকত। অবিশ্বাস্য সংখ্যা। আটটা কবর সেল আবিষ্কার হইছে তিন ফিট বাই চার ফিট, যেইখানে শুধু বসে থাকা যায়। অনেক এভিডেন্স নষ্ট করা হইলেও পুরা স্থাপনা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে। ওই দিন যেন ফিরে না আসে, সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইয়েরা, এখনই খান্ত দিয়েন না।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission