ঢাকাWednesday, 23 July 2025, 8 Shrabon 1432

এবার শিবির সভাপতিকে নিয়ে অপপ্রচার

আরটিভি নিউজ

রোববার, ১৮ মে ২০২৫ , ০৬:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

‘১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধ এর পালা: শিবির সভাপতি’  শীর্ষক শিরোনামে মূলধারার একটি গণমাধ্যমের ডিজাইন সম্বলিত ফটোকার্ড সম্প্রতি প্রচার হতে দেখা গেছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ মে) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধের পালা : শিবির সভাপতি’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সমকালের ডিজাইনের আদলে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সমকালের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৬ মে ২০২৫ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

unnamed-2025-05-18T165432.104-696x391

উক্ত তথ্যের সূত্রে সমকাল এর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়াও সমকালের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এ ছাড়াও আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে সমকাল কর্তৃক প্রচারিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।

বিজ্ঞাপন

তাছাড়া ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এমন কোনো মন্তব্য করেছেন কি না, জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য অন্য কোনো সূত্রে তথ্য খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সুতরাং ১৯৭১ এর প্রতিশোধ নিতে সক্ষম হয়েছি আমরা এখন ২০১৩ এর প্রতিশোধ এর পালা : শিবির সভাপতি’ শীর্ষক শিরোনামে সমকাল এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেও অপপ্রচার হয়েছিল। 

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |