• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

শপথের আগের রাতে মঞ্চে ভিন্ন এক ট্রাম্প, নেচে-গেয়ে মাতালেন ভক্তদের

অর্পিতা জাহান

  ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩

তাকে কী শুধু রাজনীতির মঞ্চের নায়ক বলবেন? কখনও তিনি ক্যাফের শেফ হয়ে রান্নায় মন দেন, কখনও বিক্রেতা হয়ে ফ্রেঞ্চফ্রাই বিক্রি করেন। আর এবার? শপথ গ্রহণের আগের রাতের মঞ্চে দেখা গেল তার আরও একটি রূপ। নিজের আনন্দকে আর ধামাচাপা দিতে পারলেন না, বেরিয়েই গেল তার নাচ আর গানের মাধ্যমে। এত গুণ ! এ যেন একের ভেতর সব।

ওয়াশিংটনে রোববার রাত ছিলো যেন রঙিন উৎসব। শপথের ঠিক আগে বিশাল এক সমাবেশে হাজির ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত ভক্ত সমর্থকদের সামনে তিনি বলেন, আমেরিকার এই দীর্ঘ চার বছরের পতন এখন শেষ হতে চলেছে। এখন থেকে শুরু হবে নতুন শক্তি আর সমৃদ্ধির দিন।

তবে বক্তৃতার মাঝেই মঞ্চে শুরু হয় ভিন্ন আবহ। ভিলেজ পিপল গত শতকের সত্তরের দশকের তাদের বিখ্যাত গান ‘ওয়াই. এম. সি. এ.’ পরিবেশন করেন। গানের তালে তালে নাচেন ট্রাম্প। গানটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অনানুষ্ঠানিক সংগীতে পরিণত হয়েছিল। এর আগেও ট্রাম্পকে নির্বাচনী প্রচারণায় নাচতে দেখা গেছে।

এদিকে মঞ্চে প্রেসিডেন্টের এমন প্রাণবন্ত ভঙ্গিমা দেখে উপস্থিত জনতাও উচ্ছ্বাস দেখান। রাজনীতির মঞ্চ যেন বিনোদনের জোয়ারে পরিপূর্ণ।

আর আগে ভাষণে ট্রাম্প বিগত প্রেসিডেন্টের উদারপন্থী নীতির সমালোচনা করেন। নতুন প্রশাসন সরকারি ব্যয় সংকোচনের কাজে মনযোগ দেয়ার আশ্বাস দেন।

এই বিশেষ রাতের আরও একটি আকর্ষণ ছিল ইলন মাস্কের উপস্থিতি। ট্রাম্প জানান মাস্ক নতুন একটি বিভাগের নেতৃত্ব দেবেন, যা আমেরিকার প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে।

তবে রাতের সবচেয়ে আলোচিত অংশ ছিল ট্রাম্পের সেই নাচ। সমর্থকরা কেউ কেউ মজা করে বলছিলেন, ট্রাম্প তো শুধু শাসক নন, তিনি একজন বিনোদনের তারকাও! তার এই বহুমুখী রূপ যেন তার ব্যক্তিত্বকে আরও অনন্য করে তুলেছে।

আরটিভি/জেএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভকামনা
প্রথম দিনেই অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন ট্রাম্প
ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকে
ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ