ঢাকা

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ , ০৯:০৭ পিএম


loading/img
মহেন্দ্র সিং ধোনি ও তার মেয়ে

চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএলে পরপর কয়েকটি ম্যাচ জেতাতে না পারায় তার পাঁচ বছর বয়সী শিশুকন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে! কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হারের পর ইনস্টাগ্রাম, টুইটারে এবং ফেসবুক পোস্টে ধোনিকে ওই হুমকি দেয়া হয়। হিন্দিতে স্পষ্ট লেখা হয়েছে, ‘তেরি বেটি জিভাকা রেপ করুঁ?’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে ওই হুমকি আসছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি বলে জানায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

মধ্যপ্রাচ্যে আইপিএল খেলতে ব্যস্ত ধোনি। তবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তার পরিবারও কিছু বলেনি।  

বিজ্ঞাপন

জিভার ‘অপরাধ’, কেকেআরের বিরুদ্ধে ব্যাট হাতে তার বাবাকে পুরনো মেজাজে দেখা যায়নি। ‘ফিনিশার’ ধোনি ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি। ধোনির পাশাপাশি রান তাড়া করতে ব্যর্থ হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় নিন্দিত হচ্ছেন কেদার যাদবও। 

বুধবার কেকেআরের বিরুদ্ধে ১৬৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানে হেরেছিল চেন্নাই। চার নম্বরে নেমে ১২ বলে ধোনি করেন ১১। কেদার ১২ বলে করেন ৭ রান। হারের পর ওই দু’জনকে নিয়ে হয় সমালোচনা। তাই বলে ধর্ষণের হুমকি! 

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |