ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন রাহুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০১:১১ পিএম


loading/img
ছবি: এএফপি

আইপিএলের মেগা নিলাম থেকে লোকেশ রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটাল। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে দিল্লির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। তাদের দাবি, আপাতত নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চান রাহুল। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান। সে কারণেই অধিনায়কের বাড়তি বোঝা দিতে চান না রাহুল।

এর আগে ২০২০-২১ সালে রাহুল পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন রাহুল। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টপ অর্ডার ব্যাটার। 

বিজ্ঞাপন

এবার তিনি যোগ দিলেন নতুন দল দিল্লিতে। আইপিএল মানেই যেন রাহুলের ব্যাটে রানের ফোয়ারা। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের সাত মৌসুমের মধ্যে ৬টিতে তিনি ৫০০ বা তার বেশি রান করেছেন। 

রাহুল অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিতভাবেই অক্ষর প্যাটেলের দিকে ঝুঁকতে যাচ্ছে। যদিও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |