দল আট নম্বর হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জোফরা আর্চার। রাজস্থান রয়্যালসের এই পেসার পেয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার। ইংলিশ তারকা আর্চার ব্যাট হাতে ১১৩ রান করেছেন। টুর্নামেন্টে ২০টি উইকেটও তুলেছেন তিনি।
মঙ্গলবার রাতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।
টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দেবদূত পাডিক্কাল। ভারতীয় এই ব্যাটসম্যান ১৫ ম্যাচে ৩১.৫৩ গড়ে ৪৭৩ রান সংগ্রহ করেছেন।
রোহিত শর্মা নেতৃত্বাধীন দলটি ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন।
এক নজরে ২০২০ আইপিএলের পুরস্কার তালিকা
১. আইপিএল চ্যাম্পিয়ন:- মুম্বাই ইন্ডিয়ানস।
২. রানার্স আপ দিল্লি ক্যাপিটালস।
৩. সর্বোচ্চ রান সংগ্রহকারী (অরেঞ্জ ক্যাপ):- লোকেশ রাহুল (৬৭০ রান)।
৪. সর্বাধিক উইকেট সংগ্রহকারী (পার্পল ক্যাপ):- জসপ্রীত বুমরাহ (৩০টি উইকেট)
৫. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড:- মুম্বাই ইন্ডিয়ানস।
৬. সেরা উঠতি তারকা:- দেবদূত পাডিক্কাল (৪৭৩ রান)।
৭. ফাইনালের সেরা খেলোয়াড়:- ট্রেন্ট বোল্ট (৩০ রানে ৪ উইকেট)।
৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার:- জোফরা আর্চার (২০টি উইকেট ও ১১৩ রান)।
ওয়াই