• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

রেকর্ড গড়ে আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ২২:২১
বৈভব
ছবি- সংগৃহীত

আইপিএলের নিলামে নাম দিয়ে চমক দেখিয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। তবে অনেকে ভেবেছিল দল পাবেন না এই ক্ষুদে ক্রিকেটার। কিন্তু সবাইকে অবাক করে বৈভবকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পেলেন তিনি।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। সোমবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে নাম ওঠানো হয় বৈভবের।

যেখানে এই ১৩ বছর বয়সী ক্রিকেটারকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাড়াকাড়ি করেছে রাজস্থান রয়েলস। শেষ পর্যন্ত বিড করতে করতে ৩০ লাখ রুপি থেকে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান।

মাস দুয়েক আগেই ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর। তাই আইপিএলের নিলামের জন্য শর্টলিস্টে চলে এসেছিল বৈভব সূর্যবংশীর নাম।

বৈভবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি।

৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। বয়স বিবেচনায় এনে অবশ্য তার রঞ্জি পারফরম্যান্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকরা। কিন্তু জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে।

এ ছাড়া খেলেছেন বিনোদ মানকাড ট্রফিতেও। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন ৪০০ রান। এবার আইপিএলে রাজস্থানের জার্সিতে দেখা যাবে এই কিশোরকে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব-মোস্তাফিজকে দলে না নেওয়ায় আইপিএল বয়কটের দাবি ভক্তদের
আইপিএলের নিলামে নাম উঠল না সাকিবের
বিগ ব্যাশে দল পেলেও, আইপিএলে অবিক্রিত রিশাদ
দল পেলেন না মোস্তাফিজ