ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

স্টেজে অ্যাডেলের কাণ্ড

বিনোদন ডেস্ক

সোমবার, ২০ মার্চ ২০১৭ , ০৯:১২ পিএম


loading/img

নিজের ভক্তদের কেমনে খুশী করতে হয় তা সব তারকাদের ভালমতোই জানা আছে। তবে পপ ডিভা অ্যাডেলের রয়েছে নিজস্ব স্টাইল।

বিজ্ঞাপন

বরাবরের মতো এবারো ভক্তদের জন্য কনর্সাটে চমৎকার কয়েকটি কথা বলে আবারো শিরোনামে আসেন ব্রিটিশ এ তারকা।

গেলো সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করেন 'হ্যালো' তারকা। এ সফরের শেষ কনসার্ট ছিলো মেলর্বোনে। ৭৭ হাজার ৩শ’ ফ্যানের সামনে তিনি বেশ আবেগী হয়ে পড়েন।

বিজ্ঞাপন

এসময় পরবর্তী গানে যাওয়ার আগে দর্শকদের কাতারে থাকা এক নিরাপত্তা রক্ষীকে বলেন, দয়া করে দর্শকদের বসতে নিষেধ করা বাদ দিন। যদি আপনি নাচতে পছন্দ না করেন তাহলে এরকম মিউজিক্যাল শো’তে কেনো এসেছেন।

তিনি রেগে গিয়ে বলেন, এরপর যদি কাউকে দেখি সিটে বসার জন্য দর্শকদের বলছেন তাহলে ঈশ্বরের কসম।

'রোলিং অন দ্য ডিপ' গানের এ তারকা এদিন আরেকটি চমৎকার কাণ্ড করেছেন।

বিজ্ঞাপন

স্টেজে দর্শক সারি থেকে দুই সমকামী যুগলকে নিয়ে আসেন। ক্রিস ও ওয়েড নামে এ জুটি স্টেজে বিয়ের জন্য নিজেদের প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

২০০৮ সালে প্রথমবারের মতো অ্যালবাম  ‘নাইনটিন’ এর মাধ্যমে আন্তর্জাতিক সুপারস্টার হয়েজান অ্যাডেল।

পরে ২০১১ সালের 'টোয়েন্টওয়ান’ অ্যালবামের রোলিং ইন দ্য ডিপ’ গানটির মাধ্যমে আরো জনপ্রিয় হয়ে ওঠেন।

তার গাওয়া 'টোয়েন্টি ফাইভ অ্যালবাম’ এর হ্যালো গানটি ২০১৫ সালের সেরা গান নির্বাচিত হয়। 

৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডে পাঁচটি পুরস্কার জিতে নেন এ তারকা।

ওয়াই/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |