কোর্টে ব্যাট ভেঙে আলোচনায় নোভাক জকোভিচ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ১১:৫৯ এএম


novak djokovic, RTV ONLINE
ছবি- সংগৃহীত

মেজাজ হারিয়ে কোর্টে ব্যাট ভাঙলেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে ঘটেছে এমন ঘটনা। 

বিজ্ঞাপন

আলেক্সান্ডার জারেভের বিপক্ষে ম্যাচটি তিনি জিতে নিয়েছেন ৬-৭, ৬-২, ৬-৪ ও ৭-৬ ব্যবধানে। নবমবারের মতো উঠেছেন এই গ্র্যান্ডস্ল্যাম আসরের শেষ চারে। 

কিন্তু জিতলেও তৃতীয় সেটে সবাইকে অবাক করেছেন টেনিসের জোকার খ্যাত এই নাম্বার ওয়ান। 

বিজ্ঞাপন

প্রতিপক্ষের একটি বল রিটার্ন করতে গিয়ে ব্যর্থ হন। তাতেই নিজের ওপর রাগে ফেটে পড়েন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ। র‌্যাকেট ব্যাটটাকে কোর্টে বেশ কয়েকবার জোড়ালো আঘাতে ভেঙে ফেলেন। 

এমন ঘটনায় অবশ্য তাকে শাস্তি পেতে হবে। এদিকে ব্যাট ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে নিয়ে নিয়ে নানা মন্তব্য করছেন টেনিস ভক্তরা।

এদিকে নারী এককে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। আসরের দুই নাম্বার বাছাই সিমোনা হালেপকে তিনি হারিয়েছেন সরাসরি সেটে। ২০১৭ সালে টুর্নামেন্টের শিরোপ জয়ের পর এবারই প্রথম শেষ চারে উঠলেন রেকর্ড একক শিরোপা জয়ের অপেক্ষায় থাকা সেরেনা।

বিজ্ঞাপন

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission