টেবিল টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন এনএসসির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০১:৩৮ পিএম


টেবিল টেনিস
ছবি- সংগৃহীত

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর যু্ব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরই দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন এসেছে। সম্প্রতি বেশ কয়েকটি ফেডারেশনে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিজ্ঞাপন

এই তালিকায় রয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনও। মঙ্গলবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক কার্যাদেশে এটি জানানো হয়।

আদেশে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২১ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বিদ্যামন নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নিয়োগে এই ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে মাইক্রো ফাইবার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এইচ জামান, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়াড় ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (বিমান), কোষাধ্যক্ষের দায়িত্বে দেখা যাবে বয়সভিত্তিক ও জাতীয় দলগত চ্যাম্পিয়ান মো. ইব্রাহিম হোসেনকে।

এ ছাড়াও অ্যাডহক কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু ও যুগ্ম সম্পাদকের দায়িত্বে থাকবেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নাসিমুল হাসান কচি।

কমিটির ১১ সদস্যদের মধ্যে রয়েছেন ড. আতাইয়া রাব্বি মাহমুদ ইমান, বেগম পিয়া অফ্রিনা খালেদা হক, আবু সুফিয়ান নোমান, মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ ও মো. নাজমুল হোসাইন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission