ঢাকাMonday, 04 August 2025, 20 Shrabon 1432

মালিক'র সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১২ এপ্রিল ২০১৭ , ১১:৫০ এএম


loading/img

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শোয়েব মালিকের অপরাজিত সেঞ্চুরিকে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো পাকিস্তান।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৩ রান রান সংগ্রহ করে ক্যারিবিয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন শাই হোপ। আর জ্যাসন মোহামেদ করেন ৫৯ রান। 

বাকী ব্যাটসম্যানরা কেউ করতে পারেননি ১৯ রানের বেশী। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ আমির, জুনাইদ খান ও শাদাব খান। 

বিজ্ঞাপন

২৩৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই কামরান আকমলের উইকেট হারায় পাকিস্তান। এরপর ৩৬ রানের মধ্যে ফিরে যান আহমেদ শেহজাদ ও বাবর আজম। 

তবে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে জয়ের ভীত গড়ে দেন শোয়েব মালিক। হাফিজ ৮১ রান করে আউট হলেও ১০১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মালিক।

সংক্ষিপ্ত স্কোর :

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজ: ২৩৩/৯ (৫০) ওভার 

বিজ্ঞাপন

পাকিস্তান: ২৩৬/৪ (৪৩.১) ওভার

ম্যান অব দ্য ম্যাচ: শোয়েব মালিক

ওয়াই/আরকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |