টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন সাকিব আল হাসান। বোর্ডের নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার বিকেলে মিরপুরে নির্বাহী কমিটির এ সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিসিবি সভাপতি আরো জানান, ক্রিকেটারদের মাসিক বেতন ও ম্যাচ ফি ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হয়েছে। এছাড়া আম্পায়ারিং কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ সোহেল।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানান মাশরাফি বিন মর্তুজা। তারপর থেকেই টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম শোনা যাচ্ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসানও সেই ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে তা জানানো হলো।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে অধিনায়ক মাশরাফির ডেপুটি ছিলেন সাকিব। এখন পর্যন্ত ৫৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারের।
এর আগে ২০০৯ থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্বে দেন সাকিব।
এসজে/ডিএইচ