সাকিবের পর লিজেন্ড লিগে দল পেলেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ১২:৩১ পিএম


সাকিব-তামিম
ছবি- সংগৃহীত

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে লিজেন্ড নাইন্টি লিগ। যেখানে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হতে হয়েছেন জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া তামিম ইকবাল। এই ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) লিজেন্ড নাইন্টির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও এই তথ্য নিশ্চিত করেছেন তামিম নিজেই।

তিনি বলেন, আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।

বিজ্ঞাপন

জাতীয় দলের পাট পাকাপাকিভাবে চুকেছে তামিম ইকবালের। ফেসবুক পোস্টের মাধ্যমে মাঠের বাইরে থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ নেই। জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম।

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।

এদিকে টুর্নামেন্টে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব এই টুর্নামেন্ট খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। সাকিব সম্প্রতি টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে খেলার কথা ছিল। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছেন না। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিও।

বিজ্ঞাপন

https://www.facebook.com/reel/1126739372420955

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission