ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

মাশরাফি দেশে, বিশ্রামে তামিম, মুশফিক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০১ মে ২০১৭ , ০৪:৫৫ পিএম


loading/img

স্ত্রীর অসুস্থতার জন্য মাশরাফি বিন মর্তুজা ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্প থেকে দেশে এসেছেন রোববার। পুরনো পিঠের ব্যথা বাড়ায় বিশ্রামে থাকতে হচ্ছে তামিম ইকবালকে। তাই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নোরফক ক্লাবের বিপক্ষে টাইগার বাহিনীর নেতৃত্বে থাকছেন মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সাসেক্সের অরুনদেল কাসল ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে।

এ প্রস্তুতি ম্যাচের জন্য রোববার ব্ল্যাকস্টোন একাডেমি গ্রাউন্ডে তিন ঘণ্টা অনুশীলন করে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ দল। দু’টি প্রস্তুতি ম্যাচের শেষটি অনুষ্ঠিত হবে ৫ মে। ৭ মে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের উদ্দেশে ইংল্যান্ড ত্যাগ করবে।

আইপিএলের ১০ম আসরে খেলার জন্য ক্যাম্পে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তারা ৫ মে দলের সঙ্গে যোগ দেবেন।

১২ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। তবে একটি ম্যাচ নিষিদ্ধ থাকায় প্রথম ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ফের ইংল্যান্ডে ফিরবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের পর্দা উঠবে ১ জুন। পর্দা নামবে ১৮ জুন।

বিজ্ঞাপন

গেলো ২৬ এপ্রিল রাতে প্রস্তুতি ক্যাম্প করতে দেশ ছাড়ে বাংলাদেশ দল।

কে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |