• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

অনূর্ধ্ব-২৩ চূড়ান্ত দল ঘোষণা করল বাফুফে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২১, ১৬:২০
ফাইল ছবি

২০২২ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাই পর্বকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৩ অক্টোবর) রাতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সেখানে স্বাগতিক উজেবকিস্তানসহ কুয়েত ও সৌদি আরবের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দলে রয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। তবে ইনজুরির কারণে দলে নেই বিপলু আহমেদ। আর পাসপোর্টের কাজে ফিনল্যান্ড যাবে তারিক কাজী। সে কারণে দলে নেই তিনি। এদিকে স্ত্রীর পাশে থাকতে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বনাথ ঘোষ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৭, ৩০ এবং নভেম্বরের ২ তারিখে।

২৩ সদস্যের চূড়ান্ত দল

গোলকিপার :
পাপ্পু হোসেন
মিতুল মারমা
মাহফুজ হাসান প্রীতম

ফরোয়ার্ড:
মারাজ হোসেন অপি
মাহবুবুর রহমান সুফিল
ফয়সাল আহমেদ ফাহিম
জমির উদ্দিন
রহিম উদ্দিন
ইউসুফ জুলকারনাইন হক
সাব্বির আহমেদ

মিডফিল্ডার:
মানিক হোসেন মোল্লা
আবু সাইদ
পাপন সিং
এনামুল হক

ডিফেন্ডার:
রহমত মিয়া
রিয়াদুল হাসান রাফি
ইয়াসিন আরাফাত
মনির আলম
মোহাম্মদ হৃদয়
টুটুল হোসেন বাদশা
সবুজ হোসাইন
দুখু মিয়া
ইসা ফয়সাল

টিএন/টিআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকান প্রবাসী জায়ানের সঙ্গে যেসব কথা হলো বাফুফের
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ানের সাথে কথা বলবে বাফুফে
স্বাধীন বাংলা ফুটবল দলকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিতে চায় বাফুফে
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা