অনূর্ধ্ব-২৩ চূড়ান্ত দল ঘোষণা করল বাফুফে
২০২২ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাই পর্বকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৩ অক্টোবর) রাতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। সেখানে স্বাগতিক উজেবকিস্তানসহ কুয়েত ও সৌদি আরবের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দলে রয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। তবে ইনজুরির কারণে দলে নেই বিপলু আহমেদ। আর পাসপোর্টের কাজে ফিনল্যান্ড যাবে তারিক কাজী। সে কারণে দলে নেই তিনি। এদিকে স্ত্রীর পাশে থাকতে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বনাথ ঘোষ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৭, ৩০ এবং নভেম্বরের ২ তারিখে।
২৩ সদস্যের চূড়ান্ত দল
গোলকিপার :
পাপ্পু হোসেন
মিতুল মারমা
মাহফুজ হাসান প্রীতম
ফরোয়ার্ড:
মারাজ হোসেন অপি
মাহবুবুর রহমান সুফিল
ফয়সাল আহমেদ ফাহিম
জমির উদ্দিন
রহিম উদ্দিন
ইউসুফ জুলকারনাইন হক
সাব্বির আহমেদ
মিডফিল্ডার:
মানিক হোসেন মোল্লা
আবু সাইদ
পাপন সিং
এনামুল হক
ডিফেন্ডার:
রহমত মিয়া
রিয়াদুল হাসান রাফি
ইয়াসিন আরাফাত
মনির আলম
মোহাম্মদ হৃদয়
টুটুল হোসেন বাদশা
সবুজ হোসাইন
দুখু মিয়া
ইসা ফয়সাল
টিএন/টিআই
মন্তব্য করুন