ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সিন্ডিকেট ইস্যুতে বাফুফেকে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৭:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আসন্ন ভারত ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ছে দেশের ফুটবলে। ভক্তদের অনেকেই মনে করছে বাফুফের সিন্ডিকেটের কারণেই স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল। তবে সিন্ডিকেট ইস্যুতে কঠোর ‍হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর নগরভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন করায় ক্রীড়া উপদেষ্টার প্রশংসা করেন হামজা। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ সময় তার সঙ্গে উপস্থিত হয়ে ফুটবলে সৃষ্ট চলমান সঙ্কট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

বিজ্ঞাপন

আলোচনায় সিন্ডিকেট এবং ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমান পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

9c0b2ad5-5dd8-42fa-9148-88be388c51d1

ভক্তদের আনা সিন্ডিকেট অভিযোগ নিয়ে বাফুফে সভাপতি বলেন, ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

তিনি আরও বলেন, সৃষ্ট সংকট কোনো সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি, ও প্রতিভাবান তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |