আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে নেইমারসহ শীর্ষ কয়েকজন খেলোয়াড় ছাড়াই মাঠে নামবে ব্রাজিল। নেইমারকে বিশ্রাম দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের কোচ টিটে।
বিজ্ঞাপন
একই দল নিয়ে ৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষেও মাঠে নামবে তারা।
২০১১ সালের কোপা আমেরিকার পর থেকে বার্সেলোনার স্ট্রাইকার প্রায় সব বড় টুর্নামেন্টে খেলেছেন। সামনের মাসের এই দুই ম্যাচে তার সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে ইনজুরিতে থাকা ফিরমিনহোকে।
বিজ্ঞাপন
একই সঙ্গে দলে রাখা হয়নি নিয়মিত খেলোয়াড় মারকুইনহোস, মিরানডা, মার্সেলো এবং দানি আলভেজকেও।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন জেমারসন রদ্রিগুইনহো এবং টাইসন।
ডিফেন্সে ফিরবেন ডেভিড লুইজ এবং গ্যাব্রিয়েল জিসুজ।
বিজ্ঞাপন
এমকে