ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের নতুন নাম কী?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৩ জুন ২০১৭ , ১১:৪৪ এএম


loading/img

প্রশ্ন: ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, কার্ল হোপারের পরিচয় দিন? উত্তর : তারা সবাই কিংবদন্তি ক্রিকেটার এবং তাদের দলের নাম ওয়েস্ট ইন্ডিজ। এবার আসি অন্য প্রশ্নে, এখন তারা কোন দলের নামে পরিচিত হবেন?

বিজ্ঞাপন

এ প্রশ্ন শুনে অনেকেই ভড়কে যেতে পারেন এবং তা স্বাভাবিকও। কারণ, উত্তরটা এখনো অনেকের অজানা। তাহলে আর দেরি কেন? চলুন নামি সেই উত্তরের অনুসন্ধানে-    

কিংবদন্তি এসব ক্রিকেটারদের দলের নাম এখন আর ‘ওয়েস্ট ইন্ডিজ’নেই। তাদের দলের নাম হয়ে গেছে ‘উইন্ডিজ’। নিজেদের ৯১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এ নতুন নাম দিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের এখন অফিসিয়াল নাম ‘উইন্ডিজ’।

বিজ্ঞাপন

একইদিনে বোর্ডের নামও পাল্টে ফেলা হয়েছে। আগে গেইল-ব্রাভোদের বোর্ডের নাম ছিল দ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সেই নাম পাল্টে এখন বোর্ডের নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)’।

দ্বীপ রাষ্ট্রগুলোর সমন্বিত ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাহী জনি গ্রেভ বিষয়টি নিশ্চিত করেছেন। তার মতে, এতে করে বোর্ড কিভাবে পরিচালিত হয়, এর লক্ষ্য ও উদ্দেশ্য আরো বেশি প্রতিফলিত হবে।

তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক পার্টনারের সঙ্গে একত্রে কাজ করছি। সবার লক্ষ্য- আঞ্চলিক পর্যায়ে ত্রিকেটের মান আরো উন্নত করা। আসছে বছরগুলোতে সেই লক্ষ্য বাস্তবায়নে তাদের সঙ্গে আরো ঘণিষ্ঠভাবে কাজ করতে চাই। আমরা ২০১৮-২০২৩ মেয়াদে নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। দলের নাম রাখা হয়েছে ‘উইন্ডিজ’। এটি ক্যারিবিয়ান দ্বীপগুলোর প্রতিনিধিত্ব করবে।

বিজ্ঞাপন

একই সময়ে বিবৃতি দেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন। তিনি বলেন, দ্বীপগুলোর জন্য নতুন নামটি অধিক যুক্তিসঙ্গত। বোর্ড প্রতিটি খেলোয়াড়, আঞ্চলিক বোর্ড, কর্মকর্তা, সমর্থক, সরকার, কোচ, আম্পায়ার ও স্বেচ্ছাসেবীদের যথার্থ সম্মান ও স্বীকৃতি দিতে চায়।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |