ইমাম-উল-হক ও বাবর আজমের দুর্দান্ত শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। এই ম্যাচে শতকের মধ্য দিয়ে দারুণ এক অর্জন নিজের করে নিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক বাবর।
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৩ বলে ১১৪ রানের ইনিংস খেলেন বাবর। এটি ওয়ানডে ক্যারিয়ারে তার ১৫তম শতক। এই শতকের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে হাশিম আমলা ও বিরাট কোহলিকে ছাড়িয়ে ইনিংসের দিক দিয়ে দ্রুততম ১৫ শতকের রেকর্ড নিজের করে নিলেন বাবর।
পাকিস্তানের সাদা বলের অধিনায়ক নিজের ৮৩তম ওয়ানডে ইনিংসে ১৫ শতকের দেখা পেলেন। এর আগে ওয়ানডেতে দ্রুততম ১৫তম শতকের রেকর্ড ছিল আমলার। এই প্রোটিয়ান ৮৬তম ইনিংসে পেয়েছিলেন ১৫ শতকের দেখা। এ ছাড়া ভারতের কোহলি ওয়ানডেতে ১৫ শতক পেতে খেলেছিলেন ১০৬টি ইনিংস।