ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিরিয়ানি খাওয়ার কারণে বাবরদের নিয়ে সমালোচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৪:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আজ (১২ এপ্রিল) পিএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে পেশোয়ার জালমি। তাদের প্রতিপক্ষ কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচের আগের দিন সন্ধ্যায় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিরিয়ানি খাওয়ান দলের মালিক জাভেদ আফ্রিদি। সেখানে পেট ভরে বিরিয়ানি খেয়েছেন বাবর আজমরা। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

খেলা শুরু হওয়ার আগের দিন পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি দলের সবাইকে নিয়ে একটি খাওয়া-দাওয়ার আয়োজন করেন। সেখানে দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ইউপস্থিত ছিলেন। সেখানেই বিরিয়ানির ভূরিভোজ দেওয়া হয়। এই অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিরিয়ানির প্লেটের দিকে একমনে তাকিয়ে আচছেন বাবর। দলের মালিক জাভেদ নিজে সবার প্লেটে তুলে দিচ্ছেন বিরিয়ানি। টেবিলে বসে সবাই খেতে ব্যস্ত আর গল্প করছেন দলের খেলোয়াড়েরা।   

এই সময় বাবরকে দেখা যায় ইশারায় কাউকে খেতে ডাকছেন। সারাক্ষণ তিনি খাবার নিয়েই ব্যস্ত র‍য়েছেন। ভিডিওতে ক্রিকেটারদের প্লেটে যে পরিমাণ বিরিয়ানি দেখা যাচ্ছে, তা দেখে সমর্থকরা অবাক হয়েছেন। সমর্থকদের প্রশ্ন, ম্যাচের আগের দিন এত খাওয়া দাওয়া করলে কীভাবে ক্রিকেটারেরা মাঠে পারফর্ম করবেন।   

বিজ্ঞাপন

পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস ও ফিল্ডিংয়ের মান নিয়ে বরাবরই সমালোচনা হয়ে থাকে। সমর্থকদের বক্তব্য, এত খেলে কীভাবে ফিটনেস ভালো হবে? এই কারণেই দেশের সুনাম নষ্ট করছেন বাবররা। অনেকে ফিটনেসের উদাহরণ হিসেবে ভারতসহ বাকি দেশের খেলোয়াড়দের কথাও বলেছেন। 

আরও পড়ুন

অনেক সমর্থকতো বিরাট কোহলির ফিটনেসের দিকেও নজর দিয়ে তা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে খেতে বসা বিদেশি ক্রিকেটারদেরও সতর্ক করেছেন সেই সমর্থকরা।  

প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বাবরের। তাকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের ক্রিকেটের এই খারাপ সময় কেন বাবর চুপ করে রয়েছেন? এই কথা শুনে বাবর রেগে যান। জবাবে বাবর বলেন, “আমি যেখানে বলার সেখানে বলি। আমার কিছু বলার থাকলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলব। চার দেওয়ালের মধ্যে বলব। এভাবে সংবাদমাধ্যমের সামনে ঢাকঢোল বাজিয়ে নিজেকে জাহির করব না।” 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |