ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এবার পিএসএলে লজ্জাজনক রেকর্ড গড়লেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৪:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। সবাই ভেবে ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)  দিয়ে আবার রানে ফিরবেন ডানহাতি এই পাক ব্যাটার। কিন্তু ২০২৫ সালের পিএসএলের প্রত্যাবর্তনের মঞ্চ ভালো হলো না তার। কারণ, পিএসএলের প্রথম ম্যাচেই ধাক্কা খেলেন বাবর। এই ম্যাচে পেশোয়ার জালমির হয়ে খেলতে নেমে শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। সেই সঙ্গে পিএসএলে লজ্জাজনক এক রেকর্ডও গড়লেন।

বিজ্ঞাপন

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলার মোহাম্মদ আমির গুড লেন্থে বাবরকে একটি বল করলে তা শর্ট এক্সট্রা কাভারে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। আর এই আউট হওয়ার মধ্য দিয়ে পিএসএলে বাবর রেকর্ড বুকে নাম লিখেন। রেকর্ডটি হলো পিএসএলে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল কামরান আকমলের (৮ বার)। এদিন আকমলকে ছাড়িয়ে রেকর্ড নিজের করে নেন বাবর। তার ডাক মারার সংখ্যা এখন ৯।

পিএসএলে সবচেয়ে বেশি ডাক মারার টপ অর্ডার ব্যাটাররা হলেন,   
বাবর আজম-৯ বার 
কামরান আকমল-৮ বার
ক্যামেরন ডেলপোর্ট–৬ বার  
সার্জিল খান-৫ বার 

বিজ্ঞাপন

যদিও সবদিক থেকে ডাক মারার দিক থেকে ইমাদ ওয়াসিম (১২ বার) ও পেসার ওয়াহাব রিয়াজের (১০ বার) চেয়ে পিছিয়ে আছেন বাবর।

আরও পড়ুন

উল্লেখ্য, ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে পেশোয়ার জালমি মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায়। ফলে ৮০ রানের পরাজয়ের স্বাদ পায় বাবরের দল।

এই জয় পিএসএল ইতিহাসে কোয়েটারের সবচেয়ে বড় জয়। এর আগে ২০২০ সালে করাচি কিংসের বিপক্ষে ৬৭ রানের জয় ছিল তাদের সর্বোচ্চ রানের জয়। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |