ঢাকা

রেকর্ড গড়ে লারা-শচীন ও পন্টিংদের পাশে জো রুট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুন ২০২২ , ০৭:৩৪ পিএম


loading/img
ছবি- ক্রিকইনফো

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে রেকর্ড গড়ে টেস্টে দশ হাজারী ক্লাবে জায়গা করে নিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দশ হাজার রান পূর্ণ করতে সবচেয়ে কম সময় নিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

বিশ্ব ক্রিকেটে রুট চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে দশ হাজার রান পূর্ণ করেছেন। এই তালিকায় ব্রায়ান লারা, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকারদের পাশে জায়গা করে নিলেন রুট।

দশ হাজারী ক্লাবের এই তালিকায় অন্যান্য কিংবদন্তিরা হলেন রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, ইউনিস খান, স্টিভ ওয়াহ, অ্যালিস্টার কুক, মাহেলা জয়াবর্ধনে, কুমারা সাঙ্গাকারা, অ্যালান বোর্ডার, শিভনারায়ন চন্দরপাল এবং জ্যাক ক্যালিস। 

বিজ্ঞাপন

ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন রুট। তার আগে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে কুক টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

রুটের আগে টেস্টে দশ হাজার রান করা বাকি ১৩ ব্যাটসম্যানের মধ্যে সবাই এই মাইলফলক স্পর্শ করতে দশ বছরেরও বেশি সময় নিয়েছেন। কিন্তু টেস্টে দশ হাজার রান স্পর্শ করতে রুটের সময় লেগেছে ৯ বছর ১৭১ দিন।

এই তালিকায় রুটে পেছনে ফেলেছেন স্বদেশি কুককে। সাবেক ইংলিশ ক্রিকেটার কুক দশ হাজার রান স্পর্শ করতে সময় নিয়েছিলেন ১০ বছর ৮৭ দিন। এই তালিকায় সবার নিচের নাম অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। এই অজি কিংবদন্তি টেস্টে দশ হাজার রান করতে সময় নিয়েছিলেন ১৭ বছর ৭ দিন।

বিজ্ঞাপন

রুট সর্বশেষ ৯ বছরে মোট ম্যাচ খেলেছেন ১১৮টি। যেখানে ২১৮ ইনিংস ব্যাটিং করে ২৬টি শতক ও ৫৩টি অর্ধশতকে রান করেছেন ১০,০১৫ রান। ৫ জুন লর্ডসে কিউইদের বিপক্ষে নিজের ২৬তম শতক তুলে এই মাইলফলক স্পর্শ করেন রুট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |