ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক কামিন্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ১২:২৪ পিএম


loading/img
ছবি- এএফপি

দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে আইসিসির বর্ষসেরা টেস্ট স্কোয়াডে জায়গা পায়নি কোনো প্রোটিয়া ক্রিকেটার। একমাত্র অস্ট্রেলিয়ান হিসেবে রয়েছেন প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) ২০২৪ সালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। ধারাবাহিক পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে জয়ী করেছেন তিনি। 

দুই ফাইনালিস্ট থেকে একজন সুযোগ পেলেও একাদশে আধিপত্য দেখিয়েছে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। এবারের একাদশে ভারত থেকে তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহ। আর ইংল্যান্ডের চারজন খেলোয়াড় বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথ দলে নিজেদের স্থান নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আইসিসির বর্ষসেরা টেস্ট স্কোয়াড

যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কমিন্ডু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, এবং জসপ্রিত বুমরাহ।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |