নারী কোপা আমেরিকার অন্যতম সফল দল ব্রাজিল। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আটটি আসর অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সাতবার শিরোপা জিতেছে ব্রাজিল নারী ফুটবল দল। চলতি আসরেও দুর্দান্ত খেলে চলেছে ব্রাজিল। আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে। দ্বিতীয় ম্যাচে ৩-০ ব্যবধানে হারায় উরুগুয়েকে। দুই ম্যাচ জিতে ব্রাজিল রয়েছে গ্রুপের শীর্ষে।
আজ সোমবার রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভেনেজুয়েলার। যারা সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে রয়েছে গ্রুপ বি’র দ্বিতীয় স্থানে।
চলতি আসরে ভেনেজুয়েলা উরুগুয়েকে ১-০ গোলে এবং পেরুকে হারিয়েছে ২-০ গোলে। তাই বলাই যায় 'বি' গ্রুপের সেরা দল মুখোমুখি হতে যাচ্ছে আজ। এই ম্যাচে যারা জিতবে তারা এক পা দিয়ে রাখবে সেমি-ফাইনালে।