ড্রয়ে শুরু গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৫:৫৬ পিএম


ড্রয়ে শুরু গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার

রাশিয়া বিশ্বকাপে শিরোপার দ্বারপ্রান্তে ছিল ক্রোয়েশিয়া। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় লুকা মদ্রিচের দল। ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে শিরোপা জয়ের মিশনে কাতার পা রেখেছে ক্রোয়েটরা। কিন্তু ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপরা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় ৪টায় বিশ্বকাপের চতুর্থ দিনের প্রথম ম্যাচে আল বায়াত স্টেডিয়ামে মাঠে নামে ক্রোয়েশিয়া ও মরক্কো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। একাধিক সুযোগ তৈরি করে উভয় দল। কিন্তু ডিফেন্ডারদের দায়িত্বশীল ভূমিকায় স্কোরলাইন শূন্যই থাকে।

ম্যাচের ১৮তম মিনিটে ডি-বক্সের বাইরে মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমিকে ফাউল করে বসেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ। এতে ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি। ডি-বক্সের কিছু বাইরে থেকে পাওয়া এ সুযোগ কাজে লাগাতে পারেনি মরক্কো। এ ছাড়া ম্যাচের ২৫তম মিনিটে চমকপ্রদ এক সুযোগ পান মরক্কোর ইউসুফ এন-নেসরি। তবে সমর্থকদের উল্লাসে মাতাতে পারেননি তিনিও।

বিজ্ঞাপন

ম্যাচের প্রায় ৪০ মিনিট পর্যন্ত অনেকটা এলোমেলো ফুটবল খেলতে থাকেন মদ্রিচ। ম্যাচে ফাউল করার পাশাপাশি লক্ষ্যভ্রষ্ট শট করেন এই ফুটবলার। প্রথমার্ধের শেষ দিকেও দারুণ এক সুযোগ পায় ক্রোয়েশিয়া। বাঁ-দিক থেকে সতীর্থের বাড়ানো পাস গোলবারের একদম কাছেই পেয়ে যান ভ্লাসিচ। কিন্তু ছন্দহীন নিচু শট সহজেই হাঁটু দিয়ে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনো।

প্রথমার্ধে গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ক্রোয়েশিয়া বা মরক্কোর ফুটবলাররা। যদিও দারুণ কিছু সুযোগ সৃষ্টি করে উভয় দলের ফুটবলারই। তবে শেষ পর্যন্ত স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলশূন্য স্কোরলাইন নিয়ে ড্রকে সঙ্গী করে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচে অবশ্য বল দখলে এগিয়ে ছিল সাদা-লাল জার্সিধারীরা। ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল মদ্রিচরা। অন্যদিকে ৩৫ শতাংশ বল মরক্কোর দখলে ছিল। আক্রমণের দিক থেকে ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও দুই দলই অবশ্য গোলমুখে সমান দুটি করে শট নেয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission