ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

একদিনে মেসির ঘরে তিন শিরোপা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৬ পিএম


loading/img
ছবি- ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা পেয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন ‍সুপারস্টার। এবার একদিনে তিনটি শিরোপা এসেছে মেসির ঘরে।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৩ দলের হয়ে ওয়েস্টন কাপের শিরোপা জিতেছে মেসির বড় ছেলে থিয়াগো মেসি। দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছেন অনূর্ধ্ব-১১ দলের হয়ে এবং ছোট ছেলে চিরো মেসি জিতেছেন খুদে দলের হয়ে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে মেসিসহ নিজের ছবি পোস্ট করেছেন আন্তোনেল্লা রোকুজ্জো।    

বিজ্ঞাপন

এদিন মেসির ছোট ছেলের চিরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় ফেলেছে। সেই ভিডিওতে মেসিকে মনে করিয়ে দেওয়ার মতো একটি গোল করতে দেখা যায় চিরোকে।

ভিডিওতে দেখা যায় মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে প্রতিপক্ষের বক্সকে লক্ষ্য করে বল নিয়ে দৌড়াতে শুরু করেছে চিরো। শুরুতে বাধা দিতে আসা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ড্রিবল করে পেরিয়ে যায় মেসির ছোট ছেলে।

Posted by on 

কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাকে আটকানোর জন্য এগিয়ে আসে আরেকজন। তবে পাত্তা পায়নি দ্বিতীয়জনও। তাকেও ড্রিবল করে পেরিয়ে যায় চিরো। এরপর শেষ মুহূর্তে আরও একজন পাশ থেকে পা বাড়িয়ে চেষ্টা করে চিরোকে থামানোর, তাতে অবশ্য কোনো কাজ হয়নি।

এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে মেসিসুলভ ভঙ্গিতে আলতো ছোঁয়ায় বল বাড়িয়ে দেয় পোস্টের দিকে। বল জালে জড়াতেই মেতে ওঠে উদযাপনে। বাবাকে মনে করিয়ে দেওয়া চিরোর এই গোলে অবশ্য একটি পার্থক্য আছে মেসির সঙ্গে। এমন অসাধারণ গোলগুলো মেসি সাধারণত বাঁ পায়ে করলেও, চিরো করেছে ডান পায়ে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |