ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দশ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০১:২৪ পিএম


loading/img
ছবি- আইসিসি

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্ব থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে বড় জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। ক্যাবিরিয়ানদের ১০ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৫৫ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২৫ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সুমাইয়ারা।

এদিন আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এ ছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৬ বলে ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১৬ বলে ১১ রান করেন। এতে ৫৪ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নিশিতা আক্তার নিশি। এ ছাড়াও আনিসা আক্তার সোবা শিকার করেন দুটি উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ও জুয়াইরিয়া। শেষ পর্যন্ত ফাহমিদার ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়ার ২৮ বলে ২৫ রানের ভর করে ২৫ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

আরটিভি/এসআর/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |