ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

নেশনস লিগ

সেমির পথে ক্রোয়েশিয়া-জামার্নি, স্পেনের ড্র ও পর্তুগালের হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ , ০১:৩৩ পিএম


loading/img
ছবি: এএফপি

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এক সঙ্গে মাঠে নেমেছিল আটটি দল। যেখানে জয় পেয়েছে কেবল ক্রোয়েশিয়া, ডেনমার্ক ও জার্মানি। আর ড্র হয়েছে স্পেন-নেদারল্যান্ড ম্যাচ। তবে দ্বিতীয় লেগে নির্ধারণ হবে চার সেমিফাইনালিস্টের নাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। ঘরের মাঠে জয়ের খুব কাছে থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে ডাচদের। যোগ করা সময়ে স্পেনের হয়ে মেরিনো গোল করে ২-২ গোলে ড্র নিশ্চিত করেছে।

দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী রোববার ভ্যালেন্সিয়ায়, যেখানে বিজয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া অথবা ফ্রান্সের।

বিজ্ঞাপন

এদিকে প্রায় ছয় মাসের বেশি সময় পর ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে নামলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু অধিনায়ক হিসেবে তার প্রত্যাবর্তনটা ভালো হলো না তার। ঘরের মাঠে প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ক্রোয়াটরা।

আরও পড়ুন

অন্যদিকে পিছিয়ে পড়া ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ে তুলে নিয়েছে জার্মানি। সান সিরোতে প্রথম লেগে ইতালিকে ২-১ গোলে পরাজিত করেছে জার্মানরা। ম্যাচের ৭৬তম মিনিটে লিওন গোরেৎজকার হেড থেকেই আসে জয়সূচক গোল।

কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে হারের তিতো স্বাদ ভোগ করেছে ক্রিশ্চিয়ানোর রোনালদোর পর্তুগাল। ডেনমার্কের স্ট্রাইকার হজলান্ড বেঞ্চ থেকে নেমে নায়ক বনে গেলেন। তার গোলেই পার্কেন স্টেডিয়ামে প্রথম লেগে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

ফলে ডেনমার্ক ১-০ গোলের লিড নিয়ে রোববার লিসবনে দ্বিতীয় লেগ খেলতে যাবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ইতালি বা জার্মানির মুখোমুখি হবে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |