নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ থেকে শুরু হয়েছে সুপার সিক্স পর্বে। বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বে সবকয়টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে।
সুপার সিক্স পর্বে গ্রুপ ওয়ানে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রয়েছে বাংলার বাঘিনীরা। যদিও এই গ্রুপের সব দলের বিপক্ষে খেলতে হবে না বাংলাদেশকে। কেবল ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে জায়গা করে নেওয়া দ্বিতীয় এবং তৃতীয় দল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের নারীদের বিপক্ষে খেললেই হবে বাঘিনীদের।
সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ (২১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে দিশা বিশ্বাসের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি দেখা যাবে বাংলাদেশ থেকেও।
মোবাইলেই দেখা যাবে বাঘিনীদের বিশ্বকাপ মিশনের খেলা। অবশ্য তার জন্য মোবাইলে র্যাবিটহোলবিডি অ্যাপটি থাকতে হবে। এই অ্যাপে দৈনিক, মাসিক অথবা বছরের জন্য সাবস্ক্রিপশন কিনলে খুব সহজেই দেখা যাবে খেলা।
এদিকে র্যাবিটহোল ছাড়াও চাইলে খেলা দেখা যাবে আইসিসি টিভিতে। (icc.tv) তে লগ ইন করে খেলা দেখতে পারবেন যে কেউ, বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই।